Skip to main content

Posts

Showing posts from May, 2025

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে কি গ্রেপ্তার হয়েছেন?

  সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গ্রেফতার হয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন  এখানে  ( আর্কাইভ ),  এখানে  ( আর্কাইভ ),  এখানে  ( আর্কাইভ ),  এখানে  ( আর্কাইভ ),  এখানে  ( আর্কাইভ )৷ ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়নি বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই Dailyspring24 নামক ভুঁইফোড় ওয়েবসাইটে প্রকাশিত একটি কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত দাবিগুলোর পোস্টের কমেন্টে তথ্যসূত্র হিসেবে একটি  ওয়েবসাইটের  লিংকের উল্লেখ পাওয়া যায়। উক্ত লিংকে ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গ্রেফতার যা জানা গেল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ব্রেকিং নিউজ: সেনাবাহিনীর হাতে এনসিপি জনপ্রিয় নেতা আ’টক

  চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা  তরিকুল ইসলাম  আটক হয়েছেন।  ট্রাকের গতিরোধ করে চাঁদিবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দিনাজপুরের পার্বতীপুরে মিঠাপুকুর-ফুলবাড়ী রোডে চাঁদাবাজির সময় তাকে আটক করা হয়। পরে তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুরের সংগঠক। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারকৃত মালামালসহ দুটি ট্রাকে করে কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে ৮টার দিকে ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক এলাকায় গতিরোধ করে তারিকুলসহ কয়েকজন। এ সময় তারা চাঁদা দাবি করে। খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে আটক করেন।

নতুন নিয়মে বাপ-দাদার নামে কোথায় কতটুকু জমি আছে, মোবাইলেই বের করুন মাত্র ১ মিনিটে!

  অনেকেই জানেন না তাঁদের পৈতৃক জমি কোথায় আছে কিংবা কতটুকু রয়েছে। কেউ কেউ জানলেও নিয়মিত যোগাযোগ না থাকায় সেই জমি চলে যাচ্ছে অন্যের দখলে—এমন ঘটনা দেশে নিত্যনৈমিত্তিক। বিশেষ করে যারা শহরে বসবাস করেন বা শহরেই বড় হয়েছেন, তাঁদের পক্ষে গ্রামে জমির খোঁজখবর রাখা বেশ কষ্টসাধ্য। এই সমস্যার সহজ সমাধান দিচ্ছে বাংলাদেশ সরকারের ডিজিটাল উদ্যোগ—ই-পর্চা (e-porcha)। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই জানা যাবে বাবা, দাদা, এমনকি নানা-নানীর নামেও দেশের কোথায় জমি আছে এবং তার পরিমাণ কত। মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে মাত্র ১-৫ মিনিটে পাওয়া যাবে জমির খতিয়ান তথ্য। কীভাবে ব্যবহার করবেন? 1. গুগলে গিয়ে সার্চ করুন ‘e-porcha’ এবং প্রথম ওয়েবসাইটে ক্লিক করুন। 2. সাইটে প্রবেশ করে ‘খতিয়ান অনুসন্ধান’ অপশন বেছে নিন। 3. বিভাগ, জেলা, উপজেলা ও মৌজার নাম নির্বাচন করুন। 4. তারপর প্রয়োজনীয় খতিয়ানের ধরন (CS, SA, RS, BS) বেছে নিন (একবারে একটি)। 5. এরপর অনুসন্ধান করুন খতিয়ান নম্বর, দাগ নম্বর অথবা মালিকের নাম অনুযায়ী। দাদা, বাবা বা স্বামীর নাম দিয়েও খোঁজ করা যাবে। 6. সঠিক ক্যাপচা কোড দিয়ে ‘অনুসন্ধান’ চাপলেই আপনি পেয়ে যাবেন জমির ব...

চরম দুঃসংবাদ, ভিসা বন্ধ ঘোষণা...

  বাংলাদেশি পর্যটকদের জন্য একের পর এক দেশ ভিসা প্রদান বন্ধ কিংবা সীমিত করে দিচ্ছে। এর ফলে বিদেশ সফর, চিকিৎসা কিংবা ছুটি কাটানোর পরিকল্পনা এখন বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত জুলাই থেকে ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয়। ফলে চিকিৎসা ও ভ্রমণের জন্য বিকল্প গন্তব্য হিসেবে থাইল্যান্ড হয়ে ওঠে জনপ্রিয়। তবে এখন সেখানে ভিসা পেতে সময় লাগছে অন্তত ৪৫ দিন, যা সাধারণ পর্যটকদের জন্য যথেষ্ট ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই। মরুভূমিতে সাফারি, বুর্জ খলিফার সৌন্দর্য উপভোগ কিংবা বিলাসবহুল হোটেলে বিজনেস মিটিং—সব মিলিয়ে জনপ্রিয় ছিল এই শহরটি। তবে ২০২৩ সালের জুলাই থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। বর্তমানে দিনে গড়ে ৩০ থেকে ৫০টি ভিসা ইস্যু হলেও সাধারণ ট্যুরিস্টদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। থাইল্যান্ডের পাতায়া, ফুকেট কিংবা ব্যাংকক ছিল হানিমুন, অবসর উদযাপন বা ছুটি কাটানোর জন্য প্রিয় গন্তব্য। কিন্তু এখন সেখানে ভিসা পেতেও লেগে যাচ্ছে দীর্ঘ সময়। এক সময়ের আরেক জনপ্রিয় গন্তব্য ভিয়েতনামও এখন ...

নতুন নিয়মে পাসপোর্ট করতে মানতে হবে যেসব বিষয়

  বাংলাদেশ সরকার ই-পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ করতে এবং কাগজপত্রের ব্যবহার কমাতে নতুন নির্দেশনা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এ নির্দেশনায় আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনায় যা যা রয়েছে অনলাইন আবেদন বাধ্যতামূলক ই-পাসপোর্টের আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে পূরণ ও দাখিল করা যাবে। সত্যায়িত কাগজপত্র বা আলাদা করে ছবি সংযুক্ত করার প্রয়োজন নেই। পরিচয়পত্র সংযুক্তি আবেদন ফরম পূরণে  জাতীয় পরিচয়পত্র (NID)  অথবা  ইংরেজি ভার্সনের অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC)  ব্যবহার করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতা/মাতার NID নম্বর আবশ্যক। বয়সভিত্তিক দলিল প্রয়োজনীয়তা ১৮ বছরের নিচে:  কেবল BRC (ইংরেজি ভার্সন) ১৮–২০ বছর:  NID অথবা BRC ২০ বছরের ঊর্ধ্বে:  কেবল NID (বিদেশ থেকে আবেদন করলে BRC গ্রহণযোগ্য) আবশ্যিক ঘর পূরণ আবেদন ফরমের তারকা (*) চিহ্নিত সব ঘর অবশ্যই পূরণ করতে হবে। দত্তক/অভিভাবকত্ব এ সংক্রান্ত আবেদনপত্রের সঙ্গে সুরক্ষা সেবা বিভাগের অনুমোদিত আদেশ সংযুক্ত করতে হবে। ঠিকানা অনুযায়ী আবেদন আবেদন...

টিন (TIN) সার্টিফিকেট থাকলেই কি ট্যাক্স দিতে হবে? জেনে নিন নতুন নিয়মে আইনি ঝামেলা ও আর্থিক জরিমানার বিষয়!

  ট্যাক্স আইনি জটিলতা নিয়ে অনেকেই বিভ্রান্ত হন। বিশেষ করে টিন (Taxpayer Identification Number - TIN) সার্টিফিকেট থাকা মানেই ট্যাক্স দিতে হবে—এমন ভুল ধারণা অনেকেরই। আজকের প্রতিবেদনে আমরা জানাবো টিন থাকলে আসলে কী করতে হয়, রিটার্ন দিতে হয় কিনা, আর কাদের ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক। TIN থাকলেই কি ট্যাক্স দিতে হবে? সরাসরি উত্তর: না, টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে ট্যাক্স দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। টিন থাকা মানে আপনি একটি করদাতার পরিচয় নম্বর পেলেন। কিন্তু আপনি করযোগ্য আয় করলে তবেই আপনাকে ট্যাক্স দিতে হবে। তবে রিটার্ন (Return) দাখিল বাধ্যতামূলক! যাদের TIN আছে, তাদের  করযোগ্য আয় না থাকলেও   আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক । অর্থাৎ, আপনার যদি কর দেওয়ার মতো আয় না-ও থাকে, তবুও আপনাকে বছরে একবার “ জিরো রিটার্ন ” (Zero Return) দিতে হবে। এই রিটার্নে আপনি শুধু দেখাবেন যে আপনার আয় করসীমার নিচে। এটিই হচ্ছে সরকারের কাছে নিয়মমাফিক হিসাব দেওয়ার অংশ। রিটার্ন না দিলে কী হয়? যারা রিটার্ন জমা দেন না, অথচ তাদের TIN আছে—তাদের বিরুদ্ধে: জরিমানা  হতে পারে, ভবিষ্যতে  জমি কেনা ,...

কোন ভি’টামিনের অভাবে গরমেও ওঠে হাত-পায়ের চামড়া, জেনে নিন

  শীতে মৌসুমে অনেকেরই ওঠে হাত ও পায়ের চামড়া। আবার গরমেও অনেকে ভোগেন একই সমস্যায়। অনেক সময় এটি শুধু শুষ্কতা নয়, বরং শরীরে নির্দিষ্ট ভিটামিনের ঘাটতির ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভিটামিন বি–৩ (নিয়াসিন) এর ঘাটতি হলে এই উপসর্গ দেখা দিতে পারে। কেন হয় এই সমস্যা? ভিটামিন বি–৩ আমাদের দেহে কোষের শক্তি উৎপাদন, ত্বকের সুস্থতা এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভিটামিনের অভাবে শরীরে দেখা দিতে পারে: ত্বকের শুষ্কতা, হাত-পায়ের চামড়া উঠা, ফাটাভাব বা খোসপাঁচড়া, চুলকানি ও জ্বালাভাব এবং অতিরিক্ত সূর্যের সংস্পর্শে ত্বকে লালচে র‍্যাশ। এমনকি এই ঘাটতি দীর্ঘমেয়াদি হলে দেখা দিতে পারে পেলেগ্রা নামের রোগ, যার তিনটি প্রধান লক্ষণ হলো—ত্বকের সমস্যা, ডায়রিয়া এবং মানসিক বিভ্রান্তি। কারা বেশি ঝুঁকিতে? যাদের খাদ্যতালিকায় প্রোটিন কম, অ্যালকোহলিকরা, যকৃত বা অন্ত্রের দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা, দীর্ঘদিন ধরে একঘেয়ে বা অপুষ্টিকর খাবার খাচ্ছেন যারা কোন খাবারে পাওয়া যায় ভিটামিন বি–৩? নিয়াসিন সমৃদ্ধ কিছু খাবার হলো: মাছ (বিশেষ করে টুনা, স্যালমন), মুরগির মাংস, ডিম, বাদাম, দুধ ও দুগ্ধজাত খাবার,...

পায়ের র’গে হঠাৎ টান ধরলে করণীয়, জেনে নিন

  পায়ের রগে হঠাৎ টান ধরার সমস্যায় আমরা অনেকেই পড়েছি। এ সময় তীব্র যন্ত্রণা অনুভব হয়। ঘুমের মধ্যেই বেশিরভাগ মানুষের পায়ের রগে টান ধরে। আবার ঘুম থেকে উঠতে গেলে কিংবা সকালে হাঁটা শুরু করতেই পায়ের শিরায় টান ধরতে পারে। কখনো বা হাঁটতে হাঁটতে হঠাৎই বেঁকে যায় পায়ের আঙুল। হাতের ও কোমরের পেশীতেও একইভাবে টান ধরতে পারে। পায়ের রগে এমন হঠাৎ টান পড়ার কারণ, কী করবেন, প্রতিরোধের উপায় কী? আসুন বিষয়গুলো একটু জেনে নেই। কেন হয়?  ১. শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের ঘাটতি। ২.অতিরিক্ত ব্যায়াম, পরিশ্রম বা পায়ের পেশির বেশি ব্যবহার। ৩. পানিশূন্যতা বা ডিহাইড্রেশন। খুব ঠান্ডা আবহাওয়া। ৪. গর্ভকালীন, বিশেষ করে শেষের দিকে প্রয়োজনীয় খনিজের অভাবে রগে টান পড়ে। ৫. বেশি সময় বসে থাকা, শক্ত জায়গায় দাঁড়িয়ে থাকা, ঘুমের সময় ভুল দেহভঙ্গির কারণে এমন হতে পারে। কী করা উচিত?  ১. পা সোজা করে পায়ের পেছনের মাংসপেশিতে হালকা মালিশ করতে পারেন। ২. গরম পানিতে তোয়ালে ভিজিয়ে হালকা সেঁক বা পানির বোতলে গরম পানি দিয়ে সেঁক দিতে পারেন পনেরো থেকে বিশ মিনিট। ৩. ভয় পাবেন না, কারণ রিল্যাক্স পজিশনে থাকলে কিছু সময়ের মধ্যে ব্যথা চ...

ঘুমের মধ্যে দাঁ’ত কি’ড়মিড় করার স’মস্যা? এড়িয়ে না গিয়ে সচেতন হন, জেনে নিন

  ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করার অভ্যাস শুধু ছোটদের নয়, বড়দেরও হতে পারে। চিকিৎশাস্ত্রে যাকে ‘ব্রুক্সিজম’ বলা হয়। ছোটদের ক্ষেত্রে মাড়িতে শিরশিরানি বা পেটে কৃমি থাকলে এই ধরনের সমস্যা হয় বলে অনেকের ধারণা। বাচ্চাদের ঘুম নষ্ট হওয়ার পিছনে দাঁতে দাঁত ঘষা অন্যতম একটি কারণ। এটি অভ্যাসে পরিণত হলে মাড়িতে ব্যথা হতে পারে। আবার কারও কারও ক্ষেত্রে দাঁতের ওপরের একটি স্তরও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু বড়রা উদ্বেগ, মানসিক চাপ, দাঁতে বা মাথায় অসহ্য যন্ত্রণা হলেও দাঁতে দাত ঘষেন। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী? দাঁতে ক্লিপ লাগাতে পারেন রাতে ঘুমোনোর সময় দাঁতের পাটি যাতে পরস্পরের সঙ্গে লেগে না যায়, তার জন্য দুই পাটির মধ্যে ফাঁক রাখতে হয়। তার জন্য বিশেষ এক ধরনের ক্লিপ পাওয়া যায়। সেগুলো দাঁতে পরে নিতে পারেন। মুখের ব্যায়াম করুন মুখের নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে। যেগুলো নিয়মিত অভ্যাস করলে মুখের চোয়ালের পেশি মজবুত হয়। তাছাড়াও এর দ্বারা সারা দিনের উদ্বেগ, মানসিক চাপও নিয়ন্ত্রণ করা সম্ভব। বেশি চিবোনোর অভ্যাস ত্যাগ করুন চিবিয়ে খাবার খাওয়া ছাড়াও অনেকেরই সারা দিন ধরেই কিছু না কিছু চিবোনোর অভ্যাস। কেউ নানা...

জা'ঙ্গিয়ার কারণেও হারাতে পারেন পুরুষ'ত্ব!

  আমাদের দাঁত ব্রাশ করার মতো প্রতিদিন নিয়ম করে অন্তর্বাস বদলানো উচিত। দিনে ১২ ঘণ্টা অন্তর দু-বার অন্তর্বাস বদল করা উচিত বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ছেলে-মেয়ে উভয়েরই এই নিয়ম মানা উচিৎ। শীতকালে অনেকেই অন্তর্বাস বদলাতে চান না। গবেষণা দেখা গেছে ২০০০ জনের মধ্যে প্রায় ৪৫ শতাংশের অন্তর্বাস বদল করেন না। অন্তর্বাস নিয়ে অসতর্কতা ঘোর বিপদ ডেকে আনতে পারে আপনার জীবনে। সম্প্রতি আমেরিকার ‘ন্যাশনাল ইন্সটিটিউট ফর হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল এক্সেলেন্স’ একটি লাইফস্টাইল গবেষণা থেকে এমন তথ্য জানিয়েছে। জাঙ্গিয়া নিয়ে বেশ কিছু পরামর্শ জানিয়েছে তারা। জেনে নিন, কী নিয়ম মানবেন- অন্তর্বাস বা জাঙ্গিয়া পরিষ্কার হতে হবে। তা অবশ্যই সুতির এবং ঢিলাঢালা হবে। হালকা রংয়ের অন্তর্বাস ব্যবহার করা ভালো, যাতে ময়লা হলে সহজে বোঝা যায়। আঁটোসাটো জাঙ্গিয়া ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে বয়ঃসন্ধির সময়ে। কারণ এই সময়ে পুরুষাঙ্গের বিকাশ ঘটে। যারা বেশি ঘামেন বা বেশি সময় বাইরে কাটান তাদের অন্তর্বাস অবশ্যই প্রতিদিন বদলানো দরকার। অপরিষ্কার জাঙ্গিয়া থেকে উরুসন্ধি, পুরুষাঙ্গ এবং অণ্ডথলিতে দুর্গন্ধ, ঘা, এমনকি ইনফেকশনও হতে পারে। পলিয়েস্ট...

যে ৬ লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে

  উচ্চ কোলেস্টেরল একটি "নীরব ঘাতক" কারণ এটি সাধারণত চোখে পড়ার মতো কোনও উপসর্গ তৈরি করে না। তবে দীর্ঘ সময় ধরে কোলেস্টেরল জমে ধমনীতে ব্লকেজ তৈরি করে, যা হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। সাধারণত ২০০ এমজি বা তার বেশি কোলেস্টেরল মাত্রাকে উচ্চ কোলেস্টেরল ধরা হয়। যদিও রক্ত পরীক্ষাই এর সঠিক নির্ণয়ের একমাত্র উপায়, তবে কিছু বাহ্যিক লক্ষণও ইঙ্গিত দিতে পারে কোলেস্টেরল অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ার। নিচে দেয়া হলো এমন ৬টি লক্ষণ, যেগুলো দেহ ও মুখে দেখা যেতে পারে। ১. চোখের পাতার চারপাশে হলদেটে প্যাচ বা ফোলা ভাব চোখের চারপাশে ছোট ছোট হলদেটে চর্বিযুক্ত দাগ বা ফোলা ভাব দেখা গেলে তা হতে পারে উচ্চ কোলেস্টেরলের একটি স্পষ্ট ইঙ্গিত। এগুলো সাধারণত ব্যথাহীন হলেও রক্তে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার লক্ষণ হতে পারে। ২. কর্নিয়ার চারপাশে ধূসর বা সাদা রিং  চোখের কর্নিয়ার (স্বচ্ছ অংশ) চারপাশে ধূসর বা সাদা রিং দেখা গেলে তা হতে পারে কর্নিয়াল আর্কাস। এটি বেশি বয়সীদের মধ্যে স্বাভাবিক হলেও যদি কম বয়সে (৪৫ বছরের নিচে) দেখা যায়, তবে তা উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। ৩. ত্বকে হলদেটে দানা বা ফুঁসকুড়ির মতো  চো...

Popular posts from this blog

স'হ'বাস শেষে বী'র্য বাহিরে ফেললে কি গুনাহ হবে, ইসলাম যা বলছে

 নিজস্ব প্রতিবেদন: সহবাসের সময় বীর্য স্ত্রীর গর্ভে না রেখে বাইরে ফেলার একটি নির্দিষ্ট পদ্ধতির নাম ফিকহের ভাষায় "আজল"। এটি একটি পরিচিত প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, যার ব্যাপারে ইসলাম সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছে। হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় সাহাবিরা এই পদ্ধতি ব্যবহার করতেন, এবং তিনি তা নিষেধ করেননি। ফলে ইসলামি শরিয়তের আলোকে বলা যায়, স্ত্রীর সম্মতি থাকলে এবং বৈধ প্রয়োজনে আজল ব্যবহার করা জায়েয। তবে ইসলামে সন্তান না নেওয়ার পেছনে উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি শুধুমাত্র দারিদ্র্য, জীবিকা অনিশ্চয়তা কিংবা সন্তান পালনের ভয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। কোরআনে আল্লাহ বলেন, “তোমাদের ও তোমাদের সন্তানদের রিজিকের দায়িত্ব আমি (আল্লাহ) নিয়েছি।” তবে স্ত্রীর শারীরিক অবস্থা, স্বাস্থ্যগত ঝুঁকি বা চিকিৎসাবিজ্ঞানের মত অনুযায়ী গর্ভধারণ ঝুঁকিপূর্ণ হলে, সাময়িক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ বৈধ। এই ক্ষেত্রে আজল, কন্ডমসহ স্বাস্থ্যসম্মত ও শরিয়তসম্মত উপায় অবলম্বন করা যায়। স্থায়ীভাবে সন্তান না নেওয়ার জন্য যেমন বন্ধ্যাক...

পা'য়খা'নার রাস্তার লো'ম কা'টা জায়েজ কিনা: ইসলাম যা বলছে

 নিজস্ব প্রতিবেদন: ইসলামে শরীর ও আত্মার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শরীরের পরিচ্ছন্নতা ইসলামী জীবনাচারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। নবী মুহাম্মদ (সা.) স্পষ্টভাবে বর্ণনা করেছেন, বগলের নিচ, নাভির নিচ এবং গোপনাঙ্গের আশপাশের পশম নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষ্কার করা উচিত।পায়খানার রাস্তার লোম (যেগুলো নাভীর নিচে এবং গোপনাঙ্গের আশেপাশে) কাটা বা পরিষ্কার করা জায়েজ আছে। সহিহ মুসলিম, সুনানে নাসাঈ ও মুসনাদে আহমদ-সহ একাধিক হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, হযরত আনাস (রা.)-এর ভাষ্যে রাসূলুল্লাহ (সা.) এসব পশম ও নখ চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন। এর বেশি সময় অবহেলা করা শরীয়তের দৃষ্টিতে গুনাহের শামিল হতে পারে। শরীয়তে নির্দিষ্ট কোনো পদ্ধতি বাধ্যতামূলক নয়। ব্লেড, কাঁচি, হেয়ার রিমুভাল ক্রিম বা যে কোনো স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ উপায় ব্যবহার করা বৈধ। মূল লক্ষ্য হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখা। তবে ৪০ দিনের বেশি সময় এসব পরিষ্কার না করলে তা অবহেলার পর্যায়ে পড়ে এবং তা গুনাহ হতে পারে। তবে শুধু এই কারণে সালাত বাতিল হবে বা অগ্রহণযোগ্য হবে—এমন কোনো বক্তব্য সহিহ হাদিসে পাওয়া যায় না। নাম...

ফোনে এই অ্যাপ থাকলেই সর্ব’নাশ! গ্যালারির ছবি যাচ্ছে হ্যা’কারদের হাতে

  আপনার ফোনে এমন একটি অ্যাপ লুকিয়ে থাকতে পারে, যা আপনার অজান্তেই গ্যালারির ছবি থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য চুরি করছে। নতুন এক ভয়ংকর ম্যালওয়ার ‘স্পার্ককিট্টি’। এই ছদ্মবেশী অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই সক্রিয়। দেখতে সাধারণ ক্রিপ্টোকারেন্সি অ্যাপ মনে হলেও, একবার ফোনে ডাউনলোড করলেই বিপদ! ফোনের ফটো গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি, ভিডিওসহ নানা তথ্য চুপিচুপিই হাতিয়ে নিচ্ছে এই অ্যাপ। কীভাবে কাজ করে এই ম্যালওয়ার? ‘স্পার্ককিট্টি’ অ্যাপটি একধরনের ছদ্মবেশী স্পাইওয়্যার, যা মূলত ব্যাকগ্রাউন্ডে ফোনের ক্যামেরা, গ্যালারি, লোকেশন ও মাইক্রোফোনে প্রবেশাধিকার নিয়ে নেয়। ব্যবহারকারীর অজান্তেই এটি রিমোট সার্ভারের সঙ্গে সংযুক্ত হয়ে ছবি বা তথ্য পাঠিয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপটি যেহেতু ক্রিপ্টোকারেন্সি অ্যাপের রূপে প্লে স্টোর বা বিভিন্ন উৎসে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাই অনেকেই বুঝে উঠতে পারছেন না কখন তাদের ফোনে প্রবেশ করেছে এই ভাইরাস। কীভাবে বুঝবেন ফোনে নজরদারি চলছে? আপনার ফোনে যদি হঠাৎ করে নিচের যেকোনো লক্ষণ দেখা দেয়, তাহলে সতর্ক হওয়ার সময় এসেছে— অস্বাভাবিকভাবে ব্যাটারির চার্জ কমে যাওয়া ওয়াই...

স্বর্ণ, টাকা বা জমির পরিবর্তে আগামী ১০ বছরে সবচেয়ে মূল্যবান হবে যে জিনিস

  বর্তমান জীবনে কোন জিনিসটি সবচেয়ে মূল্যবান? আপনি হয়ত বলবেন টাকা পয়সা অথবা কেউ বলতে পারেন, সোনা-রূপা অথবা প্রচুর জমি জায়গা পেলেই হয়ত জীবন স্বার্থক। ভারতের জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাত কিন্তু অন্য কথা বললেন । আর তাঁর এই কথাই তোলপাড় ফেলে দিয়েছে বিশ্বে। নিখিল কামাত সম্প্রতি এমন কিছু বলেছেন যা ইঙ্গিত দেয় যে আগামী দিনে নগদ অর্থ, সোনা, রূপা, মূল্যবান গয়না বা জমি-জায়গার মতো জিনিস আর মূল্যবান থাকবে না। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে আগামী ১০ বছরে ইলেকট্রন এবং শক্তি আমাদের মুদ্রায় পরিণত হতে পারে। কামাতের এই চিন্তাভাবনা কেবল একটি কল্পনাই নয়, বরং দ্রুত বর্ধনশীল ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বা AI এর ব্যবহারের প্রবণতা ও তার ফলে অবিশ্বাস্য মাত্রার উত্তরোত্তর বর্ধনশীল বিদ্যুৎ খরচের উপর ভিত্তি করে করা গবেষণা থেকে পাওয়া চমকপ্রদ তথ্য। ডেটা সেন্টার হল আপনার প্রতিটি অনলাইন কার্যকলাপ - তা সে নেটফ্লিক্স দেখা হোক বা ক্লাউডে কোনও ফাইল সংরক্ষণ করা হোক - প্রক্রিয়াজাত করার ব্যবস্থা বা পদ্ধতি। কিন্তু শুনলে চমকে যাবেন যে প্রতিটি নতুন ডেটা সেন্টার বছরে ৪ লক্ষ বৈদ্যুতিক গাড়ির মিলিত বিদ...

ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রাখলে মাসিক মুনাফা কত? সর্বশেষ আপডেট

  ২০২৫ সালের জানুয়ারি থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে যারা ক্যাশ টাকা জমা রেখে নিরাপদ ও শরিয়াহভিত্তিক মুনাফা লাভ করতে আগ্রহী, তাদের জন্য ব্যাংকটি নতুন মুনাফার হার প্রকাশ করেছে। ব্যাংকের হালনাগাদ এই মুনাফার হার বিভিন্ন মেয়াদে ডিপোজিট করা গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। মেয়াদী মুদারাবা টার্ম ডিপোজিট (এফডিআর) স্কিম: এটি সাধারণত তিন মাস, ছয় মাস, এক বছর, দুই বছর ও সর্বোচ্চ তিন বছরের জন্য ডিপোজিট করা যায়। ২০২৫ সালের আপডেট অনুযায়ী— ১ মাস মেয়াদে: মুনাফার হার ৬% ১ লক্ষ টাকা জমা রাখলে প্রতি মাসে মুনাফা ৫০০ টাকা টিআইএন না থাকলে উৎসে কর ১৫% কাটা হবে (৭৫ টাকা), ফলে নিট মুনাফা: ৪২৫ টাকা ৩ মাস মেয়াদে: আনুমানিক মোট মুনাফা: ২,১২৫ টাকা ৬ মাস মেয়াদে: আনুমানিক মোট মুনাফা: ৪,৩৭৮ টাকা ১ বছর মেয়াদে: আনুমানিক মোট মুনাফা: ৮,৯২৫ টাকা দ্রষ্টব্য: মেয়াদ পূর্ণ হওয়ার আগে এফডিআর ভাঙলে কোনো মুনাফা প্রদান করা হবে না। মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম (MMDS): এটি একটি মাসিক ভিত্তিতে মুনাফা বিতরণের স্কিম, যার মেয়াদ সর্বনিম্ন ৩ বছর এবং সর্বোচ্চ ৫ বছর। ৩ বছর মেয়াদে: মুনাফার হার: ১১% ১ লক্ষ টাকা জমা রাখ...

আ.লীগের জনপ্রিয় ক্রিকেটার এমপি আটক

 মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় দুর্জয় লালমাটিয়ার একটি বাসায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন দুর্জয়। একই আসন থেকে পরের সংসদেও প্রতিনিধিত্ব করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম টেস্ট দলের অধিনায়কও ছিলেন তিনি। এছাড়া বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বেও দেখা গেছে তাকে। /এমএইচআর

স্ট্রো’ক হওয়ার ৭ দিন আগেই শরীর দেয় এই ৫টি সিগন্যাল! জানুন এখনই

  স্ট্রোক একটি প্রাণঘাতী সমস্যা, যা হঠাৎ করেই জীবনে আঘাত হানে। তবে অনেকেই জানেন না—স্ট্রোক হওয়ার আগেই শরীর কিছু স্পষ্ট সংকেত দিতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, স্ট্রোক হওয়ার ৫ থেকে ৭ দিন আগে থেকেই দেহে দেখা দিতে পারে কিছু সতর্কবার্তা। যদি সময়মতো এই সংকেতগুলো চেনা যায়, তাহলে দ্রুত চিকিৎসা নিয়ে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব। তাই এই লক্ষণগুলো জানাটা হতে পারে জীবন বাঁচানোর প্রথম ধাপ। চলুন জেনে নেই, স্ট্রোকের আগে শরীর যে ৫টি অ্যালার্মিং সিগন্যাল দিয়ে থাকে— ১. হঠাৎ মুখ, হাত বা পা অবশ হয়ে যাওয়া শরীরের এক পাশ—বিশেষ করে মুখ, হাত বা পা হঠাৎ অবশ লাগলে সেটা হতে পারে স্ট্রোকের আগাম ইঙ্গিত। অনেকে এটা ‘নর্মাল অবস্থা’ ভেবে উপেক্ষা করেন, কিন্তু এটি হতে পারে মারাত্মক ভুল। ২. চোখে ঝাপসা বা দৃষ্টিশক্তি কমে যাওয়া স্ট্রোকের পূর্বাভাস হিসেবে এক চোখে বা উভয় চোখেই হঠাৎ ঝাপসা দেখা, ডাবল ভিশন বা চোখে অন্ধকার দেখা দিতে পারে। এরকম হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। ৩. কথা জড়িয়ে যাওয়া বা কথা বলতে অসুবিধা স্ট্রোকের আগের দিনগুলোতে কথা জড়িয়ে যাওয়া, অস্পষ্টভাবে কথা বলা কিংবা সাধারণ শব্দও মনে না পড়ার মতো সমস্যা দেখা ...